শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ - ১৩:২৬
ইরানের সেনাবাহিনী শত্রুর ঘুম হারাম করেছে: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে দেশকে রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, “সেনাবাহিনী শত্রুর ঘুম হারাম করেছে।” তেহরানে জাতীয় সেনা দিবসের প্যারেড ও অনুষ্ঠানে এ কথা বলেন।

হাওজা নিউজ এজেন্সি: ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বিপ্লবের বিজয়ের আগে শত্রুপক্ষের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, যারা সেনাবাহিনীকে বিপ্লবী বাহিনীর সাথে যোগ দিতে বাধা দিতে চেয়েছিল। তিনি বলেন, “সেনাবাহিনী সেই সময় শত্রুর আশাকে ধূলিসাৎ করে দিয়েছিল।”

তিনি ১৯৮০-৮৮ সাল পর্যন্ত ইরাকি বাথিস্ট শাসনের বিরুদ্ধে যুদ্ধে সেনাবাহিনীর আত্মত্যাগের কথাও স্মরণ করেন। তিনি বলেন, “সাদ্দাম হোসেনের শাসনের বিদেশী-সমর্থিত আক্রমণের বিরুদ্ধে দেশ রক্ষায় ৪৮,০০০ সেনাসদস্য শাহাদাতবরণ করেছেন। ইরানি সেনাবাহিনী না থাকলে শত্রু দেশ দখলের চেষ্টা করত।”

প্রেসিডেন্ট আরও বলেন, “বিপ্লবের ৪৬ বছর পরও সেনাবাহিনী শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ করে তাদের হতাশ করছে।”

প্রাসঙ্গিক তথ্য
ইরানের জাতীয় সেনা দিবস ইমাম খোমেনী কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতি বছর ১৮ এপ্রিল বিশাল প্যারেডের মাধ্যমে পালিত হয়। 

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে শত্রুদের দ্বৈত নীতির সমালোচনা করে বলেছেন, “শত্রুরা মানবাধিকারের দাবি করলেও বাস্তবে তারা সন্ত্রাসের সমর্থক!”

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha